“থাকব নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগতটাকে“ – এই কথাকে সত্যি করে ছেলেদের সাথে সমান তালে তাল মিলিয়ে মেয়েরা এখন কাজে যায়। আগের চাইতে এই হার এখন অনেক বেশি। পরিবারে, সমাজে আস্তে আস্তে এই যে পরিবর্তনের হাওয়া, তা পালে লেগে জীবন তরীর দিক পরিবর্তন হচ্ছে দিনে দিনে।
“আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা,
তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা।
আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি,
তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি।“
কবি সুফিয়া কামালের কথায় এই যে ‘আমাদের যুগ’,
‘তোমাদের যুগ’ – এই যুগটা আসলে কি?