টিকলি (গল্প)
টিকলি (গল্প)
*
আমার না একখান টিকলির খুব শখ আছিলো, স্বর্ণের টিকলি।
বিয়া ঠিক হইলো যহন, সকলে কেনাকাটা নিয়া ব্যস্ত, আমি উনারে ফোন দিয়া কইছিলাম, আমারে একখান সোনার টিকলি দিয়েন। বুঝায়ে কইছিলাম, ঝাপটা, নথ সিটি হইলেও সমস্যা নাই, ওইগুলান পরে আর আমার পরা হইবো না। কিন্তু টিকলিখান আমি পরতে চাই।