প্রফেশনাল এটিকেটস : ক্যাম্পাস থেকে করপোরেট
এটিকেট বলতে আমরা বুঝি কিছু জীবনাচারণ, যেটা শিষ্টাচার অন্তর্ভুক্ত, সর্বজন গৃহীত। প্রতিটি পরিবারের যেমন কিছু কৃষ্টি এবং কালচার থাকে, থাকে নির্দিষ্ট জীবনাচরণ, তেমনি প্রতিটি কর্মস্থলেরও কিছু নির্দিষ্ট আচার-ব্যবহার থাকে। সেগুলোকে রেসপেক্ট করে মেনে চলাটাই কাম্য। কর্মক্ষেত্র এবং ক্যাজুয়াল শব্দ দুটো যেন একে অন্যের বিপরীত।
শাহরীন শবনম
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২